খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু
- - নিউজ রুম -
- এডিটর --
- 13 July, 2021
খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালে চার জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চার জনে মৃত্যু হয়েছে।
খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১৯৫ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রেড জোনে ১৩০ জন, ইয়ালো জোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।