ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫২

ইরাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে আগুন লেগেছে। এতে কমপক্ষে ৫২ জন মারা গেছেন। 

মঙ্গলবার (১৩ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শেষ রাতে দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে ভয়াবহ আগুন লাগে।

ওই হাসপাতালের মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে আগুন লাগার পর অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। 

স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ৭০ শয‌্যা বিশিষ্ট হাসপাতাল থেকে এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে। 

এদিকে, করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে ভিড় করেন অনেকে। এখনও অনেক রোগী সেখানে আটকে পড়েছেন বলে দাবি করেন তাদের স্বজনরা। 

পাঠকের মন্তব্য