পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শের বাহাদুর দেউবা। মঙ্গলবার পঞ্চমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন তিনি।

রাজনৈতিক অচলাবস্থার কারণে গত মে মাসে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট পার্লামেন্টের অধিবেশন শুরুর নির্দেশ দেয়।

৭৫ বছরের দেউবা নেপালি কংগ্রেস পার্টির নেতা। তিনি সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে জোট গঠন করেছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি প্রধামন্ত্রী পদের জন্য দেউবাকে শপথ পড়ান। 

এই মুহূর্তে নতুন প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা। দেশটির ১৩ লাখ মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন।
দেউবার দলের জ্যেষ্ঠ নেতা প্রকাশ শরন মাহাত বলেছেন, ‘নতুন নেতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকাদানের মাধ্যমে জনগণকে কোভিডের দুর্ভোগ থেকে মুক্ত করা।
 

পাঠকের মন্তব্য