রওশন এরশাদ চেয়ারম্যান হতে আগ্রহী নন: জিএম কাদের

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।

সাবেক এই ফাস্টলেডি বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় টেলিফোনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে একথা বলেছেন বলে রাতে পাঠানো দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বিরোধীনেতার সাথে ফোনালাপে গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল সঠিক ভাবে চলছে বলেও তিনি অভিমত ব্যাক্ত করেছেন। সেই সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে জিএম কাদের এর সাফল্য কামনা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোন কিছুর সাথে সম্পৃক্ত নই।

বুধবার সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান করে জাতীয় পার্টির পাল্টা কমিটি ঘোষণা করেন এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ। কমিটিতে বিদিশা এরশাদ, সাদ এরশাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করা হয়।

পাঠকের মন্তব্য