বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৪ নভেম্বর, ২০২৫
নভেম্বরে শেষ হচ্ছে চলতি বছরের ফিফা উইন্ডো। ওই সময়ে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যার জন্য কোচ কার্লো আনচেলত্তি গতকাল (সোমবার) রাতে সেলেসাওদের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এবারও জাতীয় দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। তবে সৌদি প্রো লিগে অনেকটাই আড়ালে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনিয়োকে ডেকেছেন ব্রাজিল কোচ।
এবারের উইন্ডোতে ব্রাজিলের উভয় প্রতিপক্ষই আফ্রিকান দেশ। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। এর তিনদিন পর (১৮ নভেম্বর) ভিনিসিয়ুস-ক্যাসেমিরোরা ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে তিউনিসিয়ার সঙ্গে লড়বে। এই দুটি দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে সাজানো হয়েছে এই সূচি।
গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। এরপর থেকে চতুর্থবার স্কোয়াড ঘোষণা করেছেন। যা তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও ক্ষীণ করে তুলছে। এরপর ব্রাজিলের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ রয়েছে পরের বছরের মার্চে। ওই সময় দুটি ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করছে সিবিএফ ও কোচ কার্লো আনচেলত্তি। ওই সময়ই বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষবার স্কোয়াড ঘোষণা হতে পারে। যদিও জুনে বিশ্বকাপের আগমুহূর্তে শেষবারের মতো নিজেদের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানায় খেলতে চায় ব্রাজিল।
যথারীতি আনচেলত্তির চতুর্থ দফায় ঘোষিত স্কোয়াডেও জায়গা হয়নি নেইমারের। তিনি অবশ্য দেড় মাস পর সম্প্রতি চোট কাটিয়ে সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন। এদিকে, সৌদি প্রো লিগের দল ইত্তিহাদে খেলা ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনিয়ো ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন তিন বছর পর। ব্রাজিলের ক্লাব ও মহাদেশীয় লিগে ফর্মে থাকা ২০ বছর বয়সী ফরোয়ার্ড ফিরেছেন ভিটর রকিকেও আনচেলত্তি প্রথমবার ডাকলেন। ২০২৩ সালে অভিষেক ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি বার্সেলোনার সাবেক এই ফুটবলার।