ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনীত বিএনপির এডভোকেট এম এ মান্নান
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৪ নভেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এডভোকেট এম এ মান্নান।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ ( নবীনগর) আসনে বর্ষিয়ান রাজনীতিবিদ এডভোকেট এম এ মান্নানের নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, আসনে ৯ প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরমধ্যে শেষ মুহুর্তে একাধিক প্রার্থীদের মধ্যে সবচেয়ে প্রবীণ, প্রজ্ঞাবান এম এ মান্নান মনোনয়ন লাভ করেন।
এদিকে, নবীনগর আসনে এম এ মান্নান মনোনয়ন পাওয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নবীনগরের বিভিন্ন ইউনিয়নে বিএনপির কার্যালয় সহ উপজেলার কয়েকটি এলাকায় নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করে প্রকাশ করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় এডভোকেট এম এ মান্নান বলেন, ‘এই মনোনয়ন নবীনগরের তৃণমূল কর্মীদের ত্যাগ ও পরিশ্রমের ফল। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আমি সব সময় মাঠে থাকব।’