অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১১ নভেম্বর, ২০২৫
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) আয়োজিত ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫’-এ বাংলাদেশের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি ক্যাটেগরিতে সম্মাননা অর্জন করেছে।
অ্যাসোসিও টেলেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে রাইজআপ ল্যাবস এবং অ্যাসোসিও আউটস্ট্যান্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে প্রাইডসিস আইটি লিমিটেড এই সম্মাননা অর্জন করেছে।
তিন দিনের ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫’ তাইওয়ানের রাজধানী তাইপেতে সোমবার (১০ নভেম্বর) শুরু হয়েছে। শহরের শেরাটন গ্র্যান্ড তাইপে হোটেলে এ শীর্ষ সম্মেলন চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।
সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ড. ব্রায়ান সিন এবং অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই শেপিং দ্য ডিজিটাল এশিয়া (কৃত্রিম বুদ্ধিমত্তায় ডিজিটাল এশিয়ার রূপদান)’। তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় (মোডা), তাইওয়ান ইনোভেটিভ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশন (টিসসা) এবং সিসা ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আরওসি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।