বিইউএফটি’র সাথে ৪টি শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৫ নভেম্বর, ২০২৫
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় ২৫ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার দেশের শীর্ষস্থানীয় ৪টি শিল্প–প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও বিইউএফটি’র পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান।
এছাড়াও বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোহাম্মদ নাসির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এ গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিইউএফটি একাডেমিয়া–ইন্ডাস্ট্রি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে জায়ান্ট গ্রুপ, শাশা ডেনিম পিএলসি, ফ্যাশন স্টেপ গ্রুপ এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট–এর মতো খ্যাতনামা শিল্প–প্রতিষ্ঠানের সঙ্গে। এই চুক্তি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, গবেষণা সুযোগ এবং ক্যারিয়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও সুদৃঢ় করবে।