সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আমানত শাহ গ্রুপের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৬ নভেম্বর, ২০২৫
আজ, বুধবার সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে ইনভেনশন এন্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমানত শাহ গ্রুপ এর চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়াহ।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজার মোঃ নুরুল ইসলাম; পরিচালক, জনাব মোঃ রেজাউল করিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জি: মাশুদ আহমেদ প্রমূখ।
এ অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আমানত শাহ গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আমানত শাহ গ্রুপের ওভেন ফেব্রিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ।
এই চুক্তির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনে উৎসাহ প্রদান করা হবে এবং গবেষণার মাধ্যমে একাডেমিক ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে।
সমঝোতা স্বাক্ষর অংশগ্রহণ করেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ হেলাল মিয়া; আমানত শাহ গ্রুপের পরিচালক রেজাউল করিম; পরিচালক, মিয়াহ মো. জুবায়ের আমিন; আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজর মো. নূরুল ইসলাম; এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম; উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. আনম আহমাদুল্লাহসহ শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।