উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন অ্যান্ড এডমিশন ফেয়ার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২ ডিসেম্বর, ২০২৫
শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, বিভিন্ন অনুষদের শিক্ষক ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে সার্বিক ধারণা দিতে এডুকেশন অ্যান্ড এডমিশন ফেয়ারের আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি।
সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে মেলার উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। ১৫ দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এডুকেশন অ্যান্ড এডমিশন ফেয়ার আমাদের ইউনিভার্সিটির দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতার ফসল। এ আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সম্ভাব্য শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ তৈরি করার পথ বেছে নিতে সাহায্য করি। তাদের কৌতুহল, তাদের প্রশ্ন, সত্যিকার অর্থে আমরা কেমন প্রতিষ্ঠান এসব যাচাই করে নেওয়ার সবচেয়ে ভালো সুযোগ এটি।
মেলায় প্রত্যেক বিভাগের আলাদা স্টল আছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক, কর্মকর্তারা সম্ভাব্য শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, তাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শনার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণা সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।