তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির সবচেয়ে প্রিয় মুখ: কৃষিবিদ এনাম
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৮ ডিসেম্বর, ২০২৫
জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ এনাম বলেছেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাঙালি জাতির সবচেয়ে প্রিয় মুখ। গতকাল বাংলার দর্পণ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে কৃষিবিদ এনাম বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, নারী সংগ্রামের প্রতিকৃতি এবং বাঙালি জাতির কাছে গণতন্ত্রের প্রতীক। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী হিসেবে ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত এ নারী রাষ্ট্রের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে পরবর্তী সময়ে রাজনীতিতে আসেন। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ বলেও মন্তব্য করেন কৃষিবিদ এনাম।
বিগত সরকার পরিচালনার সময় খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে তিনি জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে অতিরিক্ত ৩০ একর জমি বরাদ্দ, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন প্রণয়ন—এসব উদ্যোগ জনগণের প্রত্যাশা পূরণে বড় ভূমিকা রেখেছিল।
কৃষিবিদ এনাম বলেন, “দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো নীতিগত সিদ্ধান্ত দেশের শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।”
১৯৯২ সালে চালু হওয়া ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এই প্রকল্প দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে ফেরাতে কার্যকর ছিল এবং গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখে।
ওয়ান–ইলেভেনের সময় বিদেশে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তিনি চাইলে পরিবার নিয়ে বিদেশে চলে যেতে পারতেন। কিন্তু দেশ ত্যাগ না করে তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের জন্যই লড়ে যাব।”
বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে কৃষিবিদ এনাম বলেন, “তার অসুস্থতা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সকল শ্রেণির মানুষ তার সুস্থতা কামনা করছে। তিনি দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন বলেই জাতির কাছে আজও প্রিয় মুখ হিসেবে বিবেচিত।”