ভারতকে হারিয়ে স্বপ্ন পূরণ ওয়াসিম আকরামের

ওয়ানডে হোক অথবা টি-টোয়েন্টি। কোনো ফরম্যাটের বিশ্বকাপেই এতদিন পর্যন্ত ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি পাকিস্তান। তবে ওই ধারা এবার ভেঙেছে তারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ৫বার দেখা হয়েছিল দুই দলের। যার চারটিতে সরাসরি জিতেছিল ভারত। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচ টাই হয়। পরে স্টাম্প ভাঙার লড়াইয়ে ওই ম্যাচ জিতে নেয় ভারত। 

নিজের ক্যারিয়ারেও ওয়াসিম আকরাম তিনবার ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন বিশ্বকাপে। কোনোবারই পাননি জয়ের দেখা। এবার পাওয়ায় বেশ স্বস্তিতে আছেন তিনি। তবে এবার পাকিস্তান যেন বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ছুঁটে, সেটিই চাওয়া আকরামের।

তিনি বলেছেন, ‘বেঁচে থাকতে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় দেখতে চেয়েছিলাম। তোমরা ইতিহাস রচনা করেছ। তবে সেটা এখন অতীত। আমি চাই পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচে মনোনিবেশ করুক। এটা অনেক দীর্ঘ বিশ্বকাপ।’

আকরাম আরও বলেন, ‘তাদের ভারতের বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে বলব এটা বিশ্বমানের পারফরম্যান্স ছিল। ঠাণ্ডা মাথায় স্কিলফুল একটা পারফরম্যান্স। টস থেকে শুরু করে সবকিছুই পাকিস্তানের পক্ষে গিয়েছে। আমি চাইব এবার বিশ্বকাপের ট্রফি জয়টা তাদের লক্ষ্য হোক।’

পাঠকের মন্তব্য