ইউক্রেনের পাশে ইলন মাস্ক

ইউক্রেনে ইন্টারনেট সেবা সচল রাখবে ইলন মাস্কের ইন্টারনেট সংস্থা ‘স্টারলিংক’। শনিবার একটি টুইট করে এ কথা জানিয়েছেন মহাকাশ নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান নির্বাহী। 

শনিবার ইউক্রেন সরকারের পক্ষ থেকে সরাসরি ইলন মাস্ককে ট্যাগ করে একটি টুইট করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, ইউক্রেনবাসীদের জন্য স্টারলিঙ্ক স্টেশন তৈরি করে ইন্টারনেট সেবা চালু করা দরকার।

ইউক্রেনের গ্রামীণ এলাকায় বাস করা বাসিন্দাদের পক্ষে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সেই সূত্র ধরেই ইউক্রেন সরকারের ডাকে ইলন মাস্ক।

রুশ সামরিক অভিযানের পাশাপাশি ইউক্রেনে চলছে সাইবার হামলাও। হামলা চালানো হয়েছে ইউক্রেনের সরকারি একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও। বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের একাধিক এলাকার ইন্টারনেট পরিষেবাও। আর তাই সাইবার দুনিয়ায় ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ইলন মাস্ক।

মাস্কের করা টুইট থেকে জানা গেছে, ইউক্রেনে স্যাটেলাইট পরিষেবা সচল রাখার জন্য সবরকম চেষ্টা করবে স্টারলিংক। এবং তার জন্য যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। মাস্ক নিজের টুইটে লিখেছেন, ‘ইউক্রেনে চালু করা হয়েছে স্টারলিংক পরিষেবা। অনেক টার্মিনালস এনরুট করা হচ্ছে। ’

পাঠকের মন্তব্য