নভেম্বরে নয়, আগষ্টেই চীনে হানা দিয়েছিল করোনা!

করোনা ভাইরাস ছড়িয়ে ছিল চীন থেকে। এই ভাইরাস কবে থেকে শুরু হয়েছিল তা নিয়েই অনেক গবেষনা হয়েছে। বলা হয়েছে চীন গত বছরের নভেম্বরে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, এই তথ্য মিথ্যে। আগষ্ট থেকেই চীনের বাসিন্দারা করোনায় আক্রান্ত হতে শুরু করেন।

উইয়ার্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা সম্প্রতি এই গবেষণাটি সামনে এনেছেন। গবেষণাটির মূল ভিত উপগ্রহচিত্র। চীনে করোনার আঁতুড় হয়ে উঠেছিল উহান প্রদেশ। সেখানেই ৫ হাসপাতালের উপগ্রহচিত্রে ধরা পড়েছে আগষ্ট থেকে হাসপাতালে রোগীদের অস্বাভাবিক আনাগোনা

পরিসংখ্যানকে ভিত্তি করেই গবেষকরা বলছেন, আসলে সেই সময় থেকেই সংক্রমণ শুরু হয়ে যায়। চীন অবশ্য এই গবেষণাতে নস্যাৎ করে দিচ্ছে।

পাঠকের মন্তব্য