যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক বাংলাদেশি বংশোদ্ভূত ফারজানা

যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক (জিপি অব দ্য ইয়ার) মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. ফারজানা হুসেইন। করোনা মহামারীতেও সামনের সারিতে থেকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন তিনি। এজন্য তাকে সম্মান জানাতে বিলবোর্ডে ছবি টানানো হয়েছে।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ডা. ফারজানাসহ ১২ জন চিকিৎসককে এ স্বীকৃতি দিয়েছে। প্রতি বছর জেনারেল প্র্যাকটিসের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।

যুক্তরাজ্যের সাটারস্টক.কম প্রকাশিত ছবিতে দেখা যায়, লন্ডনের বিখ্যাত পিকাডেলি সার্কাসের সামনে তাকে নিয়ে টানানো এক বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ডা. ফারজানা।

ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইউকে ইন বাংলাদেশ’ও ছবিটি শেয়ার করেছে। যুক্তরাজ্যের স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৮ বছর ধরে পূর্ব লন্ডনের নিউহ্যামে চিকিৎসা পেশায় নিয়োজিত ডা. ফারজানা।

তার বাবা ১৯৭০ সালে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে সেখানে পাড়ি জমান। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সামনের কাতারে থেকে কাজ করছেন তিনি।

দুই কন্যা সন্তানের মা ডা. ফারজানা যুক্তরাজ্যের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রাইমারি কেয়ারের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মন্তব্য