৬ মাসে ২ কোটি ৩০ লাখ পর্যটক থাইল্যান্ডে
- - নিউজ রুম -
- এডিটর --
- 31 July, 2024
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড চলতি বছরে এখন পর্যন্ত ২ কোটির বেশি বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয় মঙ্গলবার (৩০) জুলাই জানিয়েছে, দেশটিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটক এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, ভিসামুক্ত নীতি, অতিরিক্ত ফ্লাইট, পর্যটন ব্যবস্থার উন্নতিসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপের কারণে প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী এসেছে।
তিনি জানান, ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি) প্রতি মাসে বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করার জন্য নানা কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, পর্যটন খাতে থাইল্যান্ড আরও এগিয়ে যাবে।
পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, পর্যটকদের শীর্ষ উৎস দেশগুলো ছিল চীন (প্রায় ৪০ লাখ), মালয়েশিয়া (২০ লাখ ৭৮ হাজারের বেশি), ভারত (১০ লাখ ১৭ হাজারের বেশি), দক্ষিণ কোরিয়া (১০ লাখের বেশি), রাশিয়া (৯ লাখ ৮৭ হাজার ৮৬১), লাওস (৭ লাখ ১৪ হাজার ৫৬৪), তাইওয়ান (৬ লাখ ১০ হাজার ২৭০), ভিয়েতনাম (৫ লাখ ৯৭ হাজার ৬৯৫) ও যুক্তরাষ্ট্র (৫ লাখ ৭৫ হাজার ২৬৮)।
থাইল্যান্ডের অর্থনীতি পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। পর্যটন কর্তৃপক্ষ আয় বাড়ানোর জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ বিদেশি দর্শনার্থীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।