ইন্টারনেট অপারেটরদের মালিকানা জোর পূর্বক দখলের বিরুদ্ধে হুঁশিয়ারি বিটিআরসির

ইন্টারনেট  সেবা প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে ও অপারেটরদের মালিকানা জোর পূর্বক দখলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই নিদের্শনা দেয়া হয়েছে।

নিদের্শনায় বলা হয়, কিছু কিছু এলাকায় পেশিশক্তি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে লাইসেন্সধারী আইএসপি অপারেটরদের ইকুইপমেন্ট ও গ্রাহকের সংযোগ দখল করা হচ্ছে মর্মে আইএসপিএবি সুযোগ আবেদন পত্রের মাধ্যমে কমিশনকে অবহিত করেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড আইএসপি গাইডলাইন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এবং দেশের প্রচলিত গুড়ুন এর সুস্পষ্ট লঙ্গন।

আরও বলা হয়,  আগামী ০১ (এক) মাসের মধ্যে নতুন কোন POP স্বপন, অবৈধভাবে ছিনিয়ে নেয়া টেলিযোগাযোগ যন্ত্রপাতি ক্রয় বিক্রয় ও ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে আইএসপিএবি ইমদাদ সভাপতি বলেন, বর্তমানে সারা দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন স্থানে অপারেটরদের ইকুইপমেন্ট ও গ্রাহকের সংযোগ দখল করার চেষ্টা হচ্ছে। আবার অনেকের কাছে বিভিন্ন চাঁদা চাওয়া হচ্ছে এসব কারণে বিটিআরসি এই নিদের্শনা দিয়েছে।

পাঠকের মন্তব্য