ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী: মোদী
- - নিউজ রুম -
- এডিটর --
- 15 August, 2024
ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এ কথা বলেন মোদি।
মোদি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার টানা ১৫ বছরের শাসনের ‘নাটকীয়’ পতন ঘটে। তার ক্ষমতাচ্যুতির পর পুরো দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে।