বাংলাদেশিদের ‘ভাইরাস’ বলে ডাকছে ইতালিয়ানরা

ইতালিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু। প্রবাসী বাংলাদেশিরাও ফিরতে শুরু করে দেশটিতে। কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়। ছাড়ায় সংক্রমণ। এতে করে বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।

ইতালিয়দের দ্বারা তারা প্রতিনিয়ত হেয়প্রতিপন্ন হচ্ছেন। এমনি অনেকই কাজে যোগ দিতে পারছেন না। বাংলাদেশিরা টাকার বিনিময়ে করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে ইতালি ফেরার অভিযোগ উঠেছে। আবার অনেকেই দেশটিতে গিয়ে আইসোলেশনের নিয়ম মানেননি, এতে করে সমালেচিত হচ্ছেন তারা। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে’র প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

ইতালির রোমে বসবাসরত পাভেল রহমান বলেন, ‘লকডাউনের সময় বাংলাদেশিরা এখানে তেমন একটা আক্রান্ত হননি। কিন্তু এখন পুরো পরিস্থিতি পাল্টে গেছে। আগে আমরা ইতালিয়ানদের দেখে এড়িয়ে চলতাম। এখন তারা আমাদের এড়িয়ে চলে।’

পাঠকের মন্তব্য