বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের জন্য ইউআইটিএসে মিলাদ ও দোয়া

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান-সহ বিভাগীয় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শিক্ষার্থী হানিফ বলেন, আমাদের যে ভাইয়েরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তারা আমাদের কাছে ও আমাদের দেশের কাছে সূর্য-সন্তান। তাদের এই জোরালো আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ ভাইদের নিয়ে এত সুন্দর একটি দোয়া ও মাহফিল আয়োজন করার জন্য।

পাঠকের মন্তব্য