ভিয়েতনামে ’ইয়াগি’র তাণ্ডবে নিহত বেড়ে ৫৯
- - নিউজ রুম -
- এডিটর --
- 9 September, 2024
ভিয়েতনামে সুপার টাইফুন ‘ইয়াগি’র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) আঘাত হানা সুপার টাইফুনটিকে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। ইয়াগির প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সোমবার বন্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়।
শনিবার ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। ঝড়টি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বিভিন্ন স্থানে বন্যা এবং ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার হোয়া বিনহ প্রদেশে একটি বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভিএনইএক্সপ্রেস জানায়, ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে।