স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস' উদযাপন
- - নিউজ রুম -
- এডিটর --
- 25 September, 2024
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস- ২০২৪ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান এর নেতৃত্বে ফার্মেসি বিভাগের আনন্দ র্যালি ক্যাম্পাসে প্রদক্ষিন করে। Pharmacists: Meeting Global Health Needs' প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালিত হয়।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সাদিয়া আফরীন চৌধুরী, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শিক্ষার্থীরা বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে। তবে এখন তাঁরা হবে হেলথ সিস্টেমের ভেইনগার্ড। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।
উল্লেখ্য, ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান, সাধারণ মানুষকে এ মহান পেশা সম্পর্কে জানাতে এবং এ পেশার মানকে উচ্চ মর্যাদার আসনে আসীন রাখতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।