উপদেষ্টা হচ্ছেন আরও ৫ জন
- - নিউজ রুম -
- এডিটর --
- 10 November, 2024
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হচ্ছে। নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা শপথ নিচ্ছেন। আজ রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়।
বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ২০ জন উপদেষ্টা রয়েছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।