লস অ্যাঞ্জেলেসে দাবানল পূর্ব দিকে অগ্রসর হচ্ছে
- - নিউজ রুম -
- এডিটর --
- 11 January, 2025
লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস থেকে আগুন শুক্রবার গভীর রাত থেকে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে। সেখানে দমকল বিভাগ ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায় আগুন নেভাতে লড়াই করছে। শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
অগ্নিনির্বাপন বিভাগের ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন সিএনএনকে বলেছেন, “আগুন ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায়, তাই এটি ৪০৫ ফ্রিওয়ের কাছাকাছি চলে আসছে। আমরা ৬টার দিকে আমাদের রেড ফ্লাগ পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি। আমরা রেড ফ্লাগের তীব্র বাতাসের পরিস্থিতিতে না থাকলেও আগুন দ্রুত দিক পরিবর্তন করতে পারে। আর এখন এটি দ্রুত পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।”
তিনি জানান, আগুন পূর্ব দিকে অগ্রসরের অর্থ হলো অগ্নিনির্বাপন বাহিনী এখন সেই দিকেই যাচ্ছে। ১০টি বিমান ম্যান্ডেভিল ক্যানিয়নের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আরও দুটি স্ট্রাইক টিম পাঠানো হয়েছে।
তীব্র বাতাসের জন্য রেড ফ্ল্যাগ সতর্কতা স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার আগে শেষ হয়ে গেছে। বিষয়টি আশা জাগিয়েছে যে দমকলকর্মীরা কিছু বৃহত্তম দাবানলের বিষয়ে অগ্রগতি অর্জন করতে পারবে।
ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন জানান, ম্যান্ডেভিল ক্যানিয়নে এখনো পর্যন্ত ‘খুব বেশি বাতাস বইছে না।’ সেই এলাকায় আগুন তীব্র বাতাসের পরিবর্তে ভূ-প্রকৃতির কারণে লেগেছে।
অগ্নিনির্বাপন বাহিনী জানিয়েছে, অন্যান্য অঞ্চলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা দাবানলে কমপক্ষে ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।