পরীমনির ‘বায়োপিক’
ঢাকাই চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’ খ্যাত চিত্রনায়িকা পরীমনি। অন্যদিকে বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ। তারা ‘বিশ্ব সুন্দরী’ ও ‘দ্য আডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।
এবার জুটি বাঁধছেন ‘বায়োপিক’ নামে নতুন একটি সিনেমায়। রোববার (১৪ মার্চ) এতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি ও সিয়াম আহমেদ। এটি পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পরিচালক হিসেবে অভিষেক হবে তার।
এদিকে পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ১৯ মার্চ সারা দেশে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। সর্বশেষ পরী অভিনীত ‘বিশ্ব সুন্দরী’ মুক্তি পায়। এছাড়া ‘দ্য আডভেঞ্জার অব সুন্দরবন’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।