অনুমতি পেলো ‘ও মাই লাভ’
- - নিউজ রুম -
- এডিটর --
- 14 March, 2021
চলচ্চিত্র নির্মাতা আবুল কালাম আজাদ নির্মাণ করেছেন ‘ও মাইল লাভ’ সিনেমা। এতে ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধির বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী। এক্সেল মুভিজের ব্যানারে নির্মিত এই সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। সম্প্রতি এটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ তথ্য জানিয়েছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার।
চলতি মাসেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা। প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। করোনার কারণে সিনেমাটি এতদিন মুক্তি দিতে পারিনি। বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলাম। চলতি মাসেই এটি মুক্তির পরিকল্পনা করেছি।’
আশা ব্যক্ত করে জাহাঙ্গীর সিকদার বলেন, ‘এই সিনেমায় ঝকঝকে একটা জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এটা সমাজেরই প্রতিচ্ছবি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অভিনেত্রী অরুনা বিশ্বাস প্রমুখ।