ঢাকা-১৪: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আগা খান
- - নিউজ রুম -
- এডিটর --
- 23 June, 2021
তিন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন।
বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ঢাকা-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনা সংক্রমণের কারণ দেখিয়ে জাতীয় পার্টি'র মোস্তাকুর রহমান, বিএনএফ-এর কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদ-এর আবু হানিফ মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা আগা খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার কথা রয়েছে।