উপহার আর দানের টিকায় চাহিদা মিটবে না: জিএম কাদের

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন আশ্বাস শোনালেও করোনা টিকা নেই, কোনো সাফল্য নেই। টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিভিন্ন দেশ থেকে উপহারের পাঁচ/দশ লাখ টিকা নিয়ে স্বস্তির ঢেঁকুর তুলছেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের মতো জনবহুল দেশে উপহার আর দানের মাধ্যমে পাওয়া টিকা দিয়ে করোনা মহামারি মোকাবিলা সম্ভব নয়। এ টিকা দিয়ে চাহিদা মিটবে না।

বুধবার রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে 'সময়ের আয়নায় এরশাদ' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, টিকা নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত নেই সরকারের ঘোষণায়। দেশের কেউই জানে না কখন গণটিকা দান শুরু হবে। অদূরদর্শিতার কারণে টিকা কেনার বিকল্প উৎস রাখেনি সরকার। সরকারকে বিকল্প রাখার পরামর্শ দিয়েছিল জাপা। এবারের বাজেটেও টিকার জন্য স্পষ্ট বরাদ্দ নেই।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান 'সময়ের আয়নার এরশাদ' বইয়ের প্রকাশক। তার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ কেন্দ্রীয় নেতারা।


জিয়াউদ্দিন বাবলু বলেন, এরশাদ ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সরকারদলীয় ক্যাডারদের বেপরোয়া চাঁদাবাজিতে দেশের মানুষ অস্থির। স্বাস্থ্যসেবার উন্নয়নে গত বছর বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। তা সঠিকভাবে ব্যয় করতে পারেনি সরকার। এবার রয়েছে ১৪ হাজার কোটি টাকা। এ টাকা সঠিকভাবে খরচ হবে এ নিশ্চয়তা নেই। সরকার মেগা প্রকল্প করছে মেগা কমিশনের জন্য।

পাঠকের মন্তব্য