মেরিল-প্রথম আলো পুরস্কার রেড কার্পেট মাছরাঙা’য়

গত ২৩ মে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘২৬ তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪’ অনুষ্ঠান। আজ সন্ধ্যা ৮টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে এবারের জমজমাট অনুষ্ঠানটি প্রচারিত হবে। এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের টিভি, চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা। 

মূল অনুষ্ঠানে যাবার আগে প্রতি বছরের মত এবারও তারকাদের রেড কার্পেট হয়ে যেতে হয়েছে। এই রেড কার্পেট আয়োজনটি আজ ৩১ মে, শনিবার, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। রেড কার্পেট সঞ্চালনায় ছিলেন রুম্মান রশীদ খান ও ইন্দ্রানী নিশি। তারকাদের ঝলমলে উপস্থিতি, সঙ্গে তাদের অভিব্যক্তি, টেনশন, মজার খুঁনসুটি-এই সব কিছু নিয়ে এবারের রেড কার্পেটও ছিল বর্ণিল। এবারের রেড কার্পেটে এসেছিলেন প্রায় ৬০ জনের বেশি তারকা। 

তাদের মধ্যে আছেন দিলারা জামান, জুয়েল আইচ, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মীম, রুনা খান, কণা, প্রীতম হাসান, খায়রুল বাসার, সুমাইয়া শিমু, স্থপতি রফিক আজম-জান্নাত জুঁই দম্পতি, এম.ডব্লিউ বাংলাদেশ ম্যাগাজিনের সম্পাদক, প্রকাশক ও ডিজাইনার রুমানা চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, কাজী নওশাবা আহমেদ, সারিকা সাবাহ, চাঁদনী, জেফার রহমান, ইমি, ফারিয়া শাহরিণ, ফারজানা ছবি, ইভান শাহরিয়ার সোহাগ, মামনুন ইমন, মুমতাহিনা টয়া, ভাবনা, মন্দিরা চক্রবর্তী, দোলা, হৃদি শেখ, ফররুখ আহমেদ রেহান, ফ্যাশন ডিজাইনার মেহরীন আহমেদ, রিবা, জাহিদ প্রীতম প্রমুখ। রেড কার্পেট প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। মেরিল-প্রথম আলো পুরস্কারের মূল অনুষ্ঠান প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

পাঠকের মন্তব্য