স্পষ্ট নুসরাতের বেবি বাম্প, সেপ্টেম্বরেই আসছে নতুন অতিথি
- - নিউজ রুম -
- এডিটর --
- 27 June, 2021
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ভাঙান, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম, তারপর মা হওয়ার খবর, একের পর এক বিষয় ঘিরে থাকছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিতর্ক চলছেই। তবে নুসরাত আছেন নুসরাতেই।
শনিবার নতুন পোস্টে ফের একবার ধরা পড়ল নুসরাতের বেবি বাম্প। সঙ্গে অভিনেত্রীর চোখে মুখে ফুটে উঠল ‘বেবি গ্লো’। ছবিতে সাদা-কালো মিকি মাউস আঁকা জগার ড্রেসে দেখা গেল অভিনেত্রীকে।
ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘যে পাখি ঘর হারিয়েছে, তার এবার ঘরে ফেরার পালা।’ তবে নুসরতের এই পোস্ট ঘিরে খুব স্বাভাবিকভাবেই দুটো প্রশ্ন উঠে এসেছে। এখানে ঘর হারা পাখি বলতে কি নিজের কথাই বলেছেন নুসরাত? তবে কী তিনি এবার ঘরের খোঁজ পেলেন?
তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজে বিরতি নেননি অভিনেত্রী। সম্প্রতি, একটি বিজ্ঞাপনের শ্যুটিংও করেছেন তিনি। শ্যুটিং ফ্লোরের সেই ছবিও উঠে এসেছিল নুসরতের সোশ্যাল মিডিয়া পোস্টে। তবে আপাতত তিনি হবু সন্তানের অপেক্ষায় দিন গুণছেন। শোনা যাচ্ছে সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী নুসরাত জাহান।