দয়া করে গুজব ছড়াবেন না, বললেন ফকির আলমগীরের ছেলে
- - নিউজ রুম -
- এডিটর --
- 17 July, 2021
বাংলাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
শুক্রবার (১৬ জুলাই) রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তিনি বর্তমানে অনেকটা ভালো আছেন।
মৃত্যু গুজবে তার পরিবারের লোকজন মর্মাহত। নন্দিত এই শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজীব বলেন, 'বাবা অসুস্থ এমন খবর আমার আত্মীয় স্বজনরা জানেন। এর মধ্যে এমন একটি গুজবে আমরা মর্মাহত। কিভাবে এসব গুজব ছড়ায়। বাবা আগের চেয়ে অনেক ভালো আছেন। ওনার যে প্লাজমা দরকার তা পাওয়া গেছে। আইসিইউতে থাকলেও চেতনা আছে। হাঁটাচলাও করতে পারছেন। নিজেই হেঁটে বাথরুমে গিয়েছেন। সবাইকে অনুরোধ করছি মিথ্যা কিছু ছড়াবেন না, প্লিজ গুজব ছড়াবেন না।’
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়।
ফকির আলমগীর ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। রাজপথে বিভিন্ন আন্দোলনে তাকে বহুবার দেখা গেছে। ৬৯-এর গণঅভ্যুত্থানে গণসংগীত পরিবেশন করে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। একাত্তরের শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও তিনি ছিলেন। শুধু তাই নয়, অস্ত্র হাতে শত্রুর বিরুদ্ধে তিনি সম্মুখযুদ্ধে লড়াই করেছেন।