বাবা হারালেন সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ
- - নিউজ রুম -
- এডিটর --
- 1 August, 2021
বাবা হারালেন সুফি ঘরানার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারভেজের বাবা মো. আবুল কালাম আজাদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
রোববার (১ আগস্ট) দুপুরে পারভেজ তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন—‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ গতকাল রাত ৩টার দিকে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করছি।’
পারভেজের বাবার মৃত্যুখবরের সত্যতা রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী, নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। পারভেজ সাজ্জাদের পিতৃবিয়োগের খবরে সংগীতাঙ্গনের অনেকে সমবেদনা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—রবি চৌধুরী, ফাহমিদা নবী, বেলাল খান, দেবলীনা সুর, পলাশ সাজ্জাদ, শফিক তুহিন প্রমুখ।
গত জুনে জানা যায়, পারভেজ সাজ্জাদের বাবা শারীরিকভাবে অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বাবার বেডের পাশে বসে গান গেয়েছেন পারভেজ ও তার মা। সেই গানের ভিডিও ফেসবুকে প্রকাশ করা হলে পারভেজের মায়ের গায়কি দারুণ প্রশংসা কুড়ায়।