মডেল পিয়াসার বাসায় মদ-বিয়ার-ইয়াবা

মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। রাজধানীর গুলশান থানার বারিধারায় রোববার রাতে এ অভিচান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।

মহিদুল ইসলাম জানান, গোয়েন্দা গুলশান বিভাগের একটি দল বারিধারার ৯ নম্বর রোডের ৩ নম্বর বাসায় অভিযানে যায়। তারা কিছু কিছু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন। যার ভিত্তিতে এ অভিযান পরিচালনা হচ্ছে।

জানা গেছে, পিয়াসার বাসায় পরিচালিত এ অভিযানে মদ, বিয়ার, ইয়াবা, শিশা ও এর দ্রব্যাদি, কয়েকটি মোবাইল ফোন ও কয়েকটি ব্যাংকিং কার্ড পেয়েছে গোয়েন্দা সদস্যরা। মডেল পিয়াসাকে হেফাজতে নিয়ে গেছে অভিযানকারী দল।

বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলেও জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল পিয়াসার। প্রথমে মামলা করতে তিনি ভুক্তভোগীদের সহায়তা করেছিলেন। পরে তার বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগ ওঠে। এরপর পিয়াসার নামে জিডি করেছিলেন ভুক্তভোগীদের একজন।

পাঠকের মন্তব্য