হেলেনা জাহাঙ্গীরের ২ সহযোগী গ্রেপ্তার
- - নিউজ রুম -
- এডিটর --
- 3 August, 2021
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের মানহানি করার অভিযোগে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরী।
মঙ্গলবার ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে র্যাবের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে মঙ্গলবার দুপুর ১টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হেলেনা জাহাঙ্গীরকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আওয়ামী লীগের উপকমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন তিনি।