কাবুলের মোড়ে মোড়ে তালেবানের তল্লাশি চৌকি
- - নিউজ রুম -
- এডিটর --
- 18 August, 2021
আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার তিন দিন পর বুধবার কাবুলের মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান।
বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই রয়েছে তালেবানের সৈন্যরা। ফলে যারা দেশ ছাড়তে চাইছেন তাদের তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। খবর বিবিসির
বিবিসি সংবাদদাতা মালিক মুদাচ্ছের জানিয়েছেন, বুধবার কাবুলের রাস্তাঘাট ফাঁকা দেখা যায়। রাস্তায় মানুষ ও গাড়ি কম।
তালেবান সদস্যরা জানিয়েছেন, তারা শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।