ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফায়েজের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়। আবেদনে দুদকের পক্ষে ছিলেন সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, এসব হিসাবে মোট ৬৪ লাখ ২১ হাজার টাকা রয়েছে। তার বিরুদ্ধে বিবিধ অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক তথা আমানতকারীদের অর্থ তছরুপের অভিযোগে অনুসন্ধান চলছে। এ ছাড়া তার ব্যক্তিগত এবং পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক জানায়, অভিযোগসমূহ পর্যালোচনায় মানিলন্ডারিংয়ের উপাদান থাকার যুক্তিসংগত সন্দেহ দেখা দেওয়ায় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে মনে করা হয়।

দুদকের দাবি, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে তিনি ঋণ অনুমোদন করিয়ে সেই অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে পুত্রের বিদেশে পড়াশোনার খরচ বহনে ব্যবহার করেছেন।

পাঠকের মন্তব্য