প্রেমে পড়েছেন রাশমিকা মান্দানা
- - নিউজ রুম -
- এডিটর --
- 23 September, 2021
এক জরিপে ভারতের 'জাতীয় ক্রাশ' হিসেবে আসে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নাম। অভিনয়ের পাশাপাশি শরীরিক সৌন্দর্যেও দর্শকরা মুগ্ধ রাশমিকাতে। তাই তরুণ প্রাণে 'ক্রাশ' হিসেবেই আখ্যায়িত হয়ে থাকেন এ নায়িকা।
ভারতের জাতীয় 'ক্রাশ' এবার জানালেন তার ভক্তদের মন ভাঙার খবর। প্রেমে পড়েছেন ‘ডিয়ার কমরেড’ এবং ‘গীতা গোবিন্দম’ খ্যাত এ অভিনেত্রী। টলিউড ডটনেট জানিয়েছে এ খবর।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রাশমিকা। সেখানে তিনি মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির স্টাইলিস্ট অভিনেতা ফাহাদ ফসিলের ভূয়সী প্রশংসা করেন। রাশমিকা বলেন—‘অভিনয়ের সময় তিনি (ফাহাদ ফসিল) যেভাবে তার চোখকে ব্যবহার করেন তা খুবই প্রশংসনীয়।’ একই সঙ্গে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের চোখের প্রেমেও তিনি হাবুডুবু খান বলে জানান। রাশমিকা বলেন—‘আমি আল্লু অর্জুনের চোখের প্রেমও পড়েছি।’
সাধারণত দক্ষিণ ভারতীয় তারকাদের বেশির ভাগই তামিল ও তেলেগু ছবি দিয়ে জনপ্রিয়। কিন্তু রাশমিকার শুরু কন্নড় সিনেমা দিয়ে। তারপর তেলেগু ও তামিল। মালয়লাম ইন্ডাস্ট্রিতে অবশ্য ঢোকা হয়নি তার। তবে এরই মধ্যে বড় তারকা হয়ে উঠেছেন তিনি। তার জনপ্রিয়তা এখন ভারতের বাইরেও।
জানা গেছে, বলিউডে তার অভিষেক ছবি হচ্ছে 'মিশন মজনু'। বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে 'গুডবাই' ছবিতে তার সহশিল্পী অমিতাভ বচ্চন।