মা হওয়া নিয়ে যা বললেন তিশা
- - নিউজ রুম -
- এডিটর --
- 24 September, 2021
প্রতিনিয়ত ভাঙনের সুর বাজে ঢালিউডের সুখী দম্পতিদের জীবনে।এর মাঝে ব্যতিক্রম মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। যাদের একজন বিখ্যাত পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী। ঢালিউডের এই জুটি প্রেম করে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন।
চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে৷ ভালোবাসা মাখা ছবি ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপনও করেছেন এই জুটি।
এদিকে এই দুই তারকার ঘরে নতুন অতিথী আসার খবর উড়ে বেড়াচ্ছে শোবিজের হাওয়ায়। গুঞ্জন ছড়িয়েছে বাবা-মা হচ্ছেন ফারুকি ও তিশা।
তবে একটি গণমাধ্যমের সাথে আলাপকালে এই প্রসঙ্গটি হেসে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী তিশা। বলেন, ‘আমি আমার প্রতিটি কাজ এবং নতুন কোনো সংবাদ থাকলে আমার পেজে শেয়ার করি। ঠিক আছে, আমি অনেক দিন যাবত কাজ করছি না। তার মানে এই না যে আমি প্রেগন্যান্ট।’
একজন অভিনেত্রী কাজ না করলেই তাকে প্রেগন্যান্ট বানিয়ে দেয়ার বিষয়টি খুবই আপত্তিজনক বলেও মন্তব্য তিশার।
কোনো সুসংবাদ থাকলে তা সময়মতো নিজেই জানাবেন বলেও জানান তিনি। আপাতত এমন ভুল তথ্যের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান জনপ্রিয় এই অভিনেত্রী।