প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদ্‌যাপন

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবময় স্মৃতিকে হৃদয়ে ধারণ করে সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ‘বিজয় দিবস ২০২৫’। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের তাৎপর্য এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তি। প্রতিটি পরিবেশনায় উঠে আসে মুক্তিযুদ্ধের বীরত্ব, ত্যাগ ও বিজয়ের আনন্দঘন চিত্র, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে আন্দোলিত করে।  

পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।

পাঠকের মন্তব্য