ইউসিবি থেকে ৫৬ কোটি টাকা আত্মসাত, ১১৫ জনের বিরুদ্ধে মামলা

কর্মচারীদের দিয়ে সিন্ডিকেট করে ঋণের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চার শাখা থেকে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদসহ ১১৫ জনের বিরুদ্ধে ৮ মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানগুলো হলো- এশিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ, সান-সাইন এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ, জুপিটার এন্টারপ্রাইজ, নাজিম অ্যান্ড সন্স ও আল রাজি এন্টারপ্রাইজ। কর্মচারীদের ওই প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী দেখিয়ে ওই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে অনুমোদিত মামলায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউসিবির মুখপাত্র বলেন, দুর্নীতি দমন কমিশনের মামলা আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই হয়েছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, ইউসিবি থেকে গ্রাহকের আমানতের অর্থ যারা বিভিন্ন অনিয়ম ও কারসাজির মাধ্যমে আত্মসাৎ করেছে, তাদের কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।

তিনি আরও বলেন, ব্যাংকটি অতীতের সব অনিয়মের ঘটনার যথাযথ প্রতিকার চায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পক্ষেই অবস্থান নিয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ ও নেতৃত্ব স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় দৃঢ় ও আপসহীন।

পাঠকের মন্তব্য