ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৫৫তম বিজয় দিবস উদযাপন
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৬ ডিসেম্বর, ২০২৫
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা এবং লক্ষ লক্ষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বাংলাদেশের ৫৫তম জাতীয় বিজয় দিবস উদযাপন করেছে। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং জাতির ঐতিহাসিক অর্জন উদযাপন করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরিবার একত্রিত হয়েছিল।
সকাল ৬:৩৪ মিনিটে ঢাকাস্থ আফতাবনগরস্থ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ‘শহীদ মিনার’ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপন শুরু হয়। এরপর শহীদ ও মুক্তিযোদ্ধাদের জন্য একটি বিশেষ “মুনাজাত” করা হয়, সেই সাথে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস্ রহমান; প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক; কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।
অনুষ্ঠানে ডিন, অনুষদ সদস্য, রেজিস্ট্রার, প্রক্টর, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা অংশগ্রহণ করেন।