কানাডিয়ান ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৬ ডিসেম্বর, ২০২৫
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম এবং চূড়ান্ত বিজয়ের তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির স্বাধীনতা, আত্মপরিচয় এবং সার্বভৌমত্বের এক অনন্য প্রতীক। পাশাপাশি বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক এ. এস. এম. সিরাজুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক, এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বক্তব্য রাখেন। উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক মুক্তিযুদ্ধকালীন সাধারণ জনগণের অসীম ত্যাগ ও দুর্দশাগ্রস্ত অবস্থার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের চেতনা ধারণ করে একজন আদর্শ ও সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. হাসানুজ্জামান, চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও প্রক্টর। তিনি জাতীয় দিবস উদ্যাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও মূল্যবোধ জাগ্রত রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে কর্মসূচিকে সফল ও অর্থবহ করে তোলেন।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষা ও জাতি গঠনে অবদান রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।