স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপন

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে অসংখ্য শহিদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এদিন বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়।

মহান বিজয় দিবস উপলক্ষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর উপাচার্যের নেতৃত্বে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ করে ইউনিভার্সিটির বাস্কেটবল গ্রাউন্ড গিয়ে শেষ হয়। সেখানে উপাচার্য মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরেন। এ সময় ইউনিভার্সিটির ট্রেজারার, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য