হাসপাতালে শ্বেতা তিওয়ারি
- - নিউজ রুম -
- এডিটর --
- 30 September, 2021
কয়েক দিন আগেই শেষ করেছেন খাতরো কে খিলাড়ি ১১। এর অন্যতম আকর্ষণ ছিলেন অভিনেতা শ্বেতা তিওয়ারি। কিন্তু এখন হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।
এখন পর্যন্ত জানা যাচ্ছে, রক্তচাপজনিত ও দুর্বলতার কারণে হাসপাতালে নিতে হয় শ্বেতাকে।
খাতরো কে খিলারির এবারের আয়োজনের বিজয়ী হয়েছেন অর্জুন বিজলানি। আর শীর্ষ পাঁচজনের একজন ছিলেন শ্বেতা।
এদিকে শ্বেতার অসুস্থতার খবরে চিন্তায় পড়েছেন তার ভক্তরা। সেই কারণে শ্বেতা তিওয়ারি টিম থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরেই দুর্বল বোধ করছিলেন শ্বেতা। সেই কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পর পর বিভিন্ন কাজে ব্য়স্ত থাকায় সেভাবে বিশ্রাম নেওয়ার সময় পাননি অভিনেত্রী। সেই কারণে অসুস্থ পড়েছেন তিনি।
চল্লিশের কোটা ছুঁয়েছেন শ্বেতা তিওয়ারি। তারপরও ‘কসৌটি’ খ্যাত অভিনেত্রীর লাবণ্য যেন দিনে দিনে বেড়েই চলেছে। ক্যামেরার সামনে পোজও দিচ্ছেন নিয়ম করে। সম্প্রতি শ্বেতা নিজের ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করে লেখেন, ‘মুনলাইট’। অভিনেত্রীর পরণে ছিল গোল্ডেন ক্রপ টপ এবং ম্যাচিং অ্যাসেমেট্রিক স্কার্ট।