বাংলাদেশে ব্যস্ত সময় কাটছে কৌশানির
- - নিউজ রুম -
- এডিটর --
- 30 September, 2021
চাঁদপুরের পদ্মার ইলিশ নিয়ে কলকাতায় ফিরতে চান ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। পরিবারের সবাইকে পদ্মার ইলিশ উপহার দিতে চান তিনি।
‘প্রিয়া রে’ সিনেমার শুটিংয়ে বর্তমানে ইলিশের শহর চাঁদপুরে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তবে দুর্গোৎসব উদযাপন করবেন কলকাতায়। বাড়িতে গিয়ে মায়ের হাতে সরিষা দিয়ে পদ্মার ইলিশ রান্না করে খাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
কলকাতার সংবাদ প্রতিদিনকে কৌশানি মুখোপাধ্যায় বলেন, পদ্মার ইলিশ প্রতিটা বাঙালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, সরষে ইলিশ, ইলিশের ঝোল, এসব বলতে গেলেই জিভে জল এসে যায়। তবে ইলিশের কাটা নিয়ে খুব ভয় পাই। তবু ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুণ লাগে।
তিনি আরও বলেন, আমি শুটিং শেষে যেদিন কলকাতায় বাড়িতে ফিরব। চাঁদপুরের পদ্মার ইলিশ নিয়ে বাড়ির সবাইকে উপহার দেব। আর মায়ের হাতে তৈরি সরিষা ইলিশ খাব।
বাংলাদেশের সিনেমায় এই প্রথম কাজ করছেন কৌশানি। তার কথায়, এটিই বাংলাদেশে আমার প্রথম কোনও সিনেমায় কাজ। এ সিনেমায় আমার নাম ‘প্রিয়া’ আর সিনেমাটির নাম ‘প্রিয়া রে’। এটি একটি রোমান্টিক ছবি। আমি একজন ঘরোয়া মেয়ে। বাবা-মায়ের একমাত্র মেয়ে। সেই আদর থেকেই প্রেমের অধ্যায়টা জীবনে শুরু হওয়া। আশা করছি এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সবার মন জয় করতে পারব।
‘প্রিয়া রে’ সিনেমায় কৌশানি মুখোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন নায়ক শান্ত খান। তার কথায়, আমি একঘেয়েমি থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা চরিত্র করতে চাই। শুধু অ্যাকশন হিরোর চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাই না। শাপলা মিডিয়ার প্রযোজনায় আমি এ সিনেমায় একজন রাখালের চরিত্রে অভিনয় করছি। খুবই ভাল একটি গল্প। আমার চরিত্রের নাম ‘নূর’। কৌশানির সঙ্গে এটিই আমার প্রথম কাজ। যদিও এর পর ‘সোলজার’ নামের আরও একটি ছবিতে আমরা দু’জনে ভারতে অভিনয় করব।