নতুন চ্যালেঞ্জে পরীমণি

১৯৭১ সালে সাতমাস বয়সী এক শিশুকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা, নাম 'মা'। এই সিনেমায় সেই মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন  আলোচিত নায়িকা পরীমণি।

ছবিটি নির্মাণ করছেন অরণ্য আনোয়ার, যিনি ধারাবাহিক নাটক ‘আমাদের নুরুল হুদা’ নির্মাণ করে আলোচিত। পরিচালক নিজেই গণমাধ্যমে তার নতুন ছবিতে পরীমণি নায়িকা হওয়ার কথা জানিয়েছেন। 

পরিচালক জানিয়েছেন, সিনেমাটিতে পরীমণি চূড়ান্ত। তবে আগামী ডিসেম্বর পর্যন্ত পরীমণির কোনও সিডিউল ফাঁকা নেই। তাই জানুয়ারি থেকে পরীমণিকে নিয়ে মাঠে নামবেন তিনি। 

নতুন ছবিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণিও। তিনি বলেন, 'ছবিটির গল্প আমার খুবই পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমার কাজ করা হয়নি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।’  

পরিচালক অরন্য আনোয়ার বলেন, 'এমন একটি চরিত্র পরীমণির জন্য খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমাকে চরিত্রের জন্য তাকেই লাগতো। পরীও চ্যালেঞ্জটা নিয়েছে।'

ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। শিগগিরই জানানো হবে অন্য কলা-কুশলীদের নাম।
 

পাঠকের মন্তব্য