বার্সেলোনার মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৯ ডিসেম্বর, ২০২৫
মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি এবার নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। ২০২৬ মৌসুমের জন্য প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ক্লাবটি দক্ষিণ আমেরিকা সফরের ঘোষণা দিয়েছে। এই সফরে পেরু, কলম্বিয়া এবং ইকুয়েডরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
মায়ামির প্রাক-মৌসুম সফর শুরু হবে ২৪ জানুয়ারি, পেরুর লিমা শহরের আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার বিপক্ষে। ২৫টি লিগ শিরোপা জয়ী ক্লাবটি পেরুর ফুটবলে অন্যতম সফল দল।
এরপর ৩১ জানুয়ারি কলম্বিয়ায় আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলবে মেসি-সুয়ারেজরা। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হবে ইকুয়েডরে, যেখানে ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিল-এর বিপক্ষে মাঠে নামবে তারা। গুয়ায়াকিলের এসতাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রাক-মৌসুম সফর শেষে ২১ ফেব্রুয়ারি থেকে এমএলএস মৌসুম শুরু করবে ইন্টার মিয়ামি। উদ্বোধনী ম্যাচে তারা লস অ্যাঞ্জেলেস কলিসিয়ামে এলএএফসির বিপক্ষে খেলবে।
তবে ২০২৬ সালটি মিয়ামি সমর্থকদের জন্য বিশেষ হয়ে উঠবে, কারণ ওই বছর তারা তাদের নতুন স্টেডিয়াম ‘মিয়ামি ফ্রিডম পার্ক’-এ প্রথম ম্যাচ খেলবে। ৪ এপ্রিল, অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের যাত্রা শুরু হবে। এর আগে, ৪ মার্চ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচটি ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা মায়ামির শেষ প্রাক-মৌসুম ম্যাচ হবে।
এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি, তবে আয়োজকরা আশা করছেন লাতিন আমেরিকায় মেসি ম্যাজিক দেখার জন্য প্রতিটি ম্যাচেই গ্যালারি পরিপূর্ণ থাকবে।