ইউআইটিএসে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৬ জানুয়ারী, ২০২৬
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ শুরু হতে যাচ্ছে বিশ্বখ্যাত উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ (Hult Prize)। ইউআইটিএস ইনোভেশন হাবের তত্ত্বাবধানে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর ব্যবস্থাপনায় আগামী ৪ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
প্রতিবারের মতো এবারও হাল্ট প্রাইজ প্রতিযোগিতা চারটি ধাপে অনুষ্ঠিত হবে—অন ক্যাম্পাস প্রোগ্রাম, রিজিওনাল সামিট, গ্লোবাল অ্যাকসিলারেটর এবং গ্লোবাল ফাইনাল। অন ক্যাম্পাস প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা এককভাবে অথবা ২ থেকে ৪ সদস্যের দল গঠন করে অংশগ্রহণ করতে পারবে। অন ক্যাম্পাস রাউন্ড তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রকল্পের সারসংক্ষেপ জমা দেবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত দলগুলো ভিডিও উপস্থাপনার মাধ্যমে তাদের ধারণা তুলে ধরবে। সর্বশেষ ধাপে গ্র্যান্ড ফাইনালে পাঁচটি চূড়ান্ত দল সরাসরি উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেবে, যেখানে সেরা তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে অংশগ্রহণের সুযোগ পাবে।
আয়োজকদের মতে, “হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ এবং সামাজিক সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি বৈশ্বিক আন্দোলন।” এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরার পাশাপাশি স্থানীয় ও বৈশ্বিক সামাজিক সমস্যার কার্যকর সমাধান প্রদানের সুযোগ পাবে। উল্লেখ্য, প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ১৬ জানুয়ারি, সেমিফাইনাল ২০ জানুয়ারি এবং গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি।