যমুনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১০ জানুয়ারী, ২০২৬
সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে যমুনা ব্যাংক পিএলসি-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক কানূতোষ মজুমদার, মোঃ ইসমাঈল হোসেন সিরাজী, স্বতন্ত্র পরিচালক এম মুরশিদুল হক খান এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও দেশের সকল শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। ২০২৫ সালে সার্বিক ব্যবসায়িক অগ্রগতিতে সাফল্য অর্জনকারী শাখা-উপশাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড-২০২৫ এবং সনদপত্র প্রদান করা হয়। সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।