মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে সিআইডির চার্জশিট
- - নিউজ রুম -
- এডিটর --
- 4 October, 2021
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অপর দুজন হলেন-আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন বলে আদালত সূত্র নিশ্চিত করেছেন।
চার্জশিটে বলা হয়, এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাদের বিচারের আওতায় আনা উচিত।
গত ৪ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরীমনির বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করে এবং ওই ৩ জনকে আটক করে।
পরদিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে এই মামলায় পরীমনিকে ৩ দফায় ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার আরেকটি আদালত মামলায় পরীমনিকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। গ্রেপ্তারের ৪ সপ্তাহ পর ১ সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান পরীমনি।